Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Summit Seminar on 'Public Relations with Backward Groups for Skill Development and Employment' 2024-25, District Commissioner's Office, Faridpur. 25/02/2025 AD.
Details

ফরিদপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকাল 3:30 ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় এর সম্মেলন কক্ষে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে  পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগকল্পে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে  সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু বিশ্বাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব ষষ্ঠী পদ রায়। সেমিনারে তিনি তার উপস্থাপনায় ফরিদপুর থেকে বিগত কয়েক বছরে অভিবাসী কর্মী প্রেরণের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অভিবাসীর ঘামের টাকায় সচল থাকে দেশের অর্থনীতির চাকা। তাই রেমিট্যান্স অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশারী করতে বিদেশে দক্ষ কর্মী প্রেরণের কোন বিকল্প নেই। দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার নিমিত্তে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ করে ফরিদপুরস্থ প্রশিক্ষণ কেন্দ্রের কথা তুলে ধরেন। তিনি মধ্যস্বত্বভোগীদের (দালাল) প্রলোভনের ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক করেন, বিদেশে যাওয়ার পূর্বে সরকারী লাইসেন্সধারী কোন রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ গমনের গুরুত্ব তুলে ধরেন। বিদেশে যাওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ, ভিসা যাচাই করার জন্য জেলাস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং বিএমইটি, ঢাকাতে বিদেশগমনেচ্ছুকদের প্রতি আহ্বান জানান। অবৈধভাবে বিদেশে গমন করলে নিজের ও পরিবারের ক্ষতি এবং দেশের সুনাম ক্ষুণ্ন হয়। সর্বোপরি সবাইকে সচেতন হওয়া, দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ যাওয়া এবং ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

Attachments
Image
Publish Date
26/02/2025
Archieve Date
30/06/2026